এশিয়ার সেরা উদ্যোক্তা পুরষ্কার পেলেন শোবার হাটের শাইন

এশিয়া মহাদেশে চলতি বছরের সেরা উদ্যোক্তার পুরষ্কার জিতে নিয়েছেন বগুড়ার সন্তান শাইনালম। হিরো আলমের জেলার ছেলে শাইনালম। জিতেছেন Best interpreter of the year in asia এই শিয়াম হাদেশের সেরা উদভোক্তা পুরষ্কার জিতে তিনি বয়ে এনেছেন বিরাট সম্মান। এর আগে একজন মাত্র বাঙালী এই পুরষ্কার জিতেছেন তিনি হলেন খালে খাজা ভুলবুলে বাগডাসা। সংবাদ মাধ্যমের কাছে দেয়া এক সংক্ষিপ্ত সাক্ষাতকারে সাবেক রাগবি খেলোয়াড় শাহীন আলম বলেন- আমি আসলে এই পুরষ্কারটা চুপি চুপি গ্রহণ করতে চেয়েছিলাম। কারণ সব কথা সবাইকে জানাতে হয়না।
শ্ব ভরটি বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং পুরষ্কার কমিটির প্রধান বুঁদ বুঁদ পান্ডে বলেন। মি শাইন হতে পারেন পিছিয়ে পড়া তরুনদের অনুপ্রেরনা। তার কাজ তাদেরকে আরো বেশী জাগ্রত করবে বলে আমার বিশ্বাস। কপি পেস্ট করা কাজের ক্ষেত্রে তিনি হতে পারেন বাংলাদেশর মানুষের আইকন। বাংলাদেশের মানুষ কপি পেস্ট করতে পারদর্শি হলেও শাইনের মতো পেষ্টার হয়তো এক জেনারেশনে একজন হয়ে থাকেন। তবে তার সবার হাট প্রজেক্টে বিভিন্ কপি পেস্ট করা ছবি দিয়ে কপি পেস্ট পন্য পোস্ট করে বিক্রি না করার যে রেকর্ড তিনি গড়েছেন, তা অনেকদিন অটুট থাকবে।
পুরষ্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চিকন কাপাডিয়া, ভট ভট চুপাদিয়াসহ ভরটের শীর্ষ ব্যবসায়ীগন। বাংলাদেশের অলটসপ্রেরনার এসোসিয়েশন এর সভাপতি কামচোর ভাদাইয়া বলেন, এই পুরষ্কার শাইনের নয় এটা সারাদেশের মানুষের। শাইনালম ওরফে শাইনস্টাইন বলেন তিনি এই পুরষ্কার কাকে উৎসর্গ করবেন খুজে পাচ্চেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *