বকুল ফুল বকুল ফুল
সোনা দিয়া হাত কেনে বান্ধায়লি
ঢাবি ছাত্র বকুল ভাইয়ের এই গানটি দেশব্যাপী বেশ জনপ্রিয়তা লাভ করেছে। জানা যায়, বিগত ৫ বছর ধরে এই গানটি চর্চার ফলে তিনি গানটিকে পুরো দেশবাসীর কাছে জনপ্রিয় করে তুলতে পেরেছেন। গতকাল টিএসসি’র এক অনুষ্ঠানে তিনি গানটি গেয়ে মঞ্চ কাঁপান। জানা যায়, তিনি খুব শীঘ্রই “বকুল ভাই ইজ দ্যা গ্রেট” নামে একটি একক কনসার্টের আয়োজন করবেন।