ঈদুল ফিতরে নতুন নাটকের চমক নিয়ে এবার আসতেছে মেহেদী হাসান। এক বছর পর আবার মুক্তি পাচ্ছে মেহেদী হাসানের ঈদ নাটক “তরমুজ”। এর আগেও তিনি বেশ কিছু নাটক এবং শর্ট ফ্লিম করেন মেহেদী হাসান। গ্রেট চাপাবাজ, বন্ধু, চাকরি ইত্যাদি নাটকে অভিনয় করে মেহেদী হাসান। তাই চোখ রাখুন youtube এ BDA films