রাঙ্গামাটি সরকারী কলেজের ১ম বর্ষের ছাত্র দয়া কুমার চাকমা তার এক বান্ধবীর প্রেমে পরে তাৎক্ষণিক বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হচ্ছে।পারিবারিক সূত্র থেকে জানা যায় দয়া কুমার বিবাহ সম্পূর্ণ করার জন্য তাদের বার বার চাপ দিচ্ছে।দয়া কুমার হঠাৎ এভাবে বিবাহের বন্ধনে আবদ্ধ হবেন কেউ চিন্তা করেনি।। তার এক বন্ধু রিকেল চাকমা তার প্রেমিকা তাকে ছ্যাঁখা দিয়ে চলে যাওয়ায় হয়তো তিনি(দয়া) ছ্যাঁকা খাওয়া থেকে বিরত থাকার চেষ্টার পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে।। তবে অনুষ্ঠানটি তাৎক্ষণিক হয়ওয়ায় বন্ধু মহলের কাছ থেকে সাহায্যে চেয়েছেন।তার এক ঘনিষ্ঠ বন্ধু B.a (বি.এ )পাস না করার আগে (Biye)বিয়ে পাস করলে অনেক কষ্টে সংসার করতে হয়। তাই তিনি দয়াকে বিয়ে না করার পরামর্শ দিয়েছেন।।