অনেক জল্পনা কপ্লনার পরে শেষমুহুর্ত সংগীত শিল্পি সিয়াম রাজ ফিল্মে কাজ করছেন।গতরাতে তিনি এ কথা জানান।
,,,,
তবে এ খবরে অনেকেই অসুখী। কারন সবাই তাকে পছন্দ করে না।
তিনি আর ও জানান গত বছর তাকে৩টি ছবিতে দেখা যাবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন প্রতদিন ই তার জন্য অফার আসছে,কিন্তু তিনি গ্রহন করছেন না।ঈদে তার নতুন গানের আলব্যাম বের হচ্ছে।তিনি আরো বলেন ঈদের আলব্যামটার নাম “কে তুমি”। কে তুমিতে তিনি নিজেই মডেল হিসেবে কাজ করছেন।তবে জনতা তার দিকে তাকিয়ে।
ভাল করার চেষ্টায় আছেন তিনি।