বিনোদন ডেস্ক-;
সম্প্রতি এক আলোচনায় জনপ্রিয়তা ও ব্যাক্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে দুই সেলিব্রেটির।ভারতীয় রনবীর সিং নিজেকে যোগ্য প্রমান করতে অপর সেলিব্রেটি সাফিন এর চুল ও দাডি নিয়ে প্রশ্ন তুলছেন। অন্য দিকে সাফিন দাবী করছেন যে, সে ভদ্র ঘরের সন্তান তাই অপসংস্কৃতির অংশ চুল ও উজকো দাডী কখনোই একজন ভদ্র ব্যাক্তির ব্যাক্তিত্ব হতে পারেনা।
তবে অন্যদিকে সাফিনের এক ঘনিষ্ঠ আপন জন বলেন, ‘ দাডীবিহীন ছেলেদের ছেলে বলে মনে হইনা। মেয়ে মেয়ে লাগে।’
আপন জনের এমন মন্তব্যে হতাশ হয়ে রোযা না রাখার স্বিধ্যান্ত নিলেন সাফিন।