হ্যান্ড স্যানিটাইজার নিয়ে পালানোর সময় হাতে নাতে ধরা খেলো সুদীপ্ত চক্রবর্তী নামের যুবক ।

দেশের বর্তমান পরিস্থিতির বিবেচনা করে দেশের সবাই অনেক সতর্ক অবস্থানে আছে । সবাই এখন হ্যান্ড স্যানিটাইজার নিজের কাছে রাখছেন তেমনি , রাগীব হাসান রনক(২৩) নামের এক ব্যাক্তি তার হ্যান্ড স্যানিটাইজারটি তার সাথেই রেখেছিল , আজকে সন্ধ্যায় ঢাকা থেকে চাষাড়া আসার সময় BRTC AC বাসে তার সাথে পরিচয় হয় সুদীপ্ত চক্রবর্তী(২৩) নামে এক যুবকের সাথে তিনিও নারায়ণগঞ্জ আসার জন্য রাগীব হাসান রনকের সাথে বসেন , যখন সে রাগীবের হাতে হ্যান্ড স্যানিটাইজার দেখতে পান তিনি তা সুকৌশলে রাগীব হাসান রনকের থেকে ধান্ধা মেরে পালাচ্ছিল তখন সেখানে হাতে নাতে ধরে ফেলেন সাগর সাহা , মিশুক সাহা ও জীবন হাসান নামের তিন বালক পরে তাকে , বেধে রাখা হয় চাষাড়া মতি মামার টং এর দোকানে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *