সাংবাদিক কেফায়েত শাকিল।বর্তমানে সকল নবীন সাংবাদিকদের আইডল।কেফায়েত শাকিল বর্তমানে সময় টিভিতে কর্মরত রয়েছেন।তিনি সময় টিভির একজন স্টাফ রিপোর্টার।অল্প সময়ের মধ্যে তিনি সুনাম অর্জন করেছেন।তার স্থায়ী বাড়ি ফেনী জেলায়।রিপোর্টার কেফায়েত শাকিল ফেনী জেলার জন্য অনেক বড় সম্পদ।ফেনী বাসী তাকে পেয়ে ধন্য।তার গ্রামবাসী এবং পরিবার তাকে নিয়ে গর্বিত।তিনি বর্তমানে ওয়াইল্ড টুরিজম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও আছেন।তিনি কর্মজীবনে সব দিক দিয়ে সফল।গোপন সূত্র থেকে জানা গেছে তিনি খুব শীঘ্রই বিয়ে করছেন।তার পরিবার খুবই উদগ্রীব হয়ে আছেন তাকে বিয়ে দেওয়ার জন্য।এছাড়া তার আত্নীয় স্বজন ও শুভাকাঙ্খীরা চাই তিনি অতি শীঘ্রই বিয়ে করুক।তিনি খুবই মেধামী ও সৎ।এছাড়া তিনি প্রকৃতি প্রেমী।তার এই প্রকৃতি প্রেমের প্রতিদান সে তার জীবনে পাবেই।আশা করি অতি শীঘ্রই তিনি তার পচন্দ মতো স্ত্রী পাবেন।