করোনা ভাইরাস থেকে বাচতে ইন্ডিয়ান ধর্মাবলম্বিরা গুমুত্র পান করতে বলেছে সকলকে। যদিও এটি সম্পুর্ণ ভুয়া পরামর্শ। কিন্তু বাংলাদেশের এক যুবক নাম শাওন সিকদার, বাসা গাজিপুর। পড়াশুনা করচ্ছে বিএএফ শাহীন কলেজ কূর্মিটোলার একাদশ শ্রেণীর অরিয়ন শাখায়। রোল ৪৩১৬। সে সেই ভুয়া পরামর্শ মেনে পান করছে গুমুত্র। পান করে মাতাল অবস্থায় রাস্তা পার হওয়ার সময় মনিরুজ্জামান স্যার অরফে বাংলা ভাই কে মুরি হুনতে বলায় পুলিশ তাকে আটক করেছে।