কয়েকদিন আগে খুলনা বিভাগীয় এক ঊর্ধ্ব তনো কর্মকর্তার মেয়েকে এই লম্পট সাগর তার কয়েক জন সহযোগী কে নিয়ে রাস্তায় উত্তপ্ত করে ।মেয়ে টি তখন তার মামা বাড়িতে যাচ্ছিল রিকশা করে। এ সময় সাগর ও তার সহযোগী রা রাস্তার পাশের এক লন্ড্রির দোকানে অবস্থান করছিল ।এরই রেশে পুলিশ কেস করেছে মেয়েটির পিতা ।আজ বাগমারায় অভিযান চালিয়ে গ্রেফতার করা সম্ভব হয় নি লম্পট সাগরকে।আরো জানা গেছে সাগর একজন মাদক বিক্রেতা ।সাগর ওরফে নেকা কে জীবিত পুলিশ এর কাছে ধরে দিতে পারলে অর্থ পুরষ্কার ঘোষণা দিয়েছেন পুলিশ এর উর্ধ্বতনকর্মকর্তাবৃন্দ ।
আর কত দিন এভাবে লাঞ্ছনার শিকার হবে মা বোন রা।
এই লম্পট সাগর কে পুলিশ এর কাছে ধরিয়ে দিন ।
২০,মার্চ,২০২০
দৈনিক ইনকিলার
খুলনা প্রতিনিধি ।