ইতি মধ্যে আপ্নারা দেখেছেন রানা নামের এক্তি বাচ্চা জে গুলি বয় নামে পরিচিত, ইউতিউবে অনেক ভিউ পাওয়ার পরে,HSC পরিক্ষার চিন্তা বাদ দিয়ে এখন নতুন এক্টি চাকুরি বেছে নেন। তিনি জানান ৩ বেলা বিরিয়ানি খেতে পারেন এর কারনে তিনি, এবং তিনি বল্লেন। অইস সালার পুতেরা অইস সালারপুতেরা, সরি। ভুলে😅 আরকি। তিনি জানান তিনি আগে সারাদিন সুটকি খায়া থাক্তেন।এখন বিরিয়ানিপেয়ে অনেক খুসি তিনি।হইসে এখন পরতে জাও।
আরে বাল ফালাইতে আহ মিয়া এনে।অরে মুনাজাত ধর। 😑আবার সরি। আজ চলে জাচ্ছি কিন্তু জাচ্ছিনা। ফিরছি কাল্কে। চপ অই তুমি আবার থিক সুপদাও কেন এনো?. সাম রে পোচাও না আবার থিক সুদাও।