রাতের বেলা হলের ডাইনিং এ একাধিক বার খেতে গিয়ে ধরা খেলেন ফারাবী ! জরিমানা হতে পারে ৫০০০ হাজার ডলার !

ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি এর প্রথম বর্ষের সিএসই বিভাগের শিক্ষার্থী রাফিদ নাহিয়ান ফারাবী রাত আটটার দিকে হলের ডাইনিং এ তৃতীয় দফায় ডিনার করার সময় আই.উ.টি
কর্তৃপক্ষ এর কাছে ধরা খেয়েছেন ! গোপন সূত্রে জানা যায় তিনি সন্ধ্যা সাতটার দিকে একবার নর্থ হলের ক্যাফেটেরিয়া তে একবার খেয়ে সাড়ে সাতটার মধ্যে সাউথ হলের ক্যাফেটেরিয়া তে গিয়ে ২য় দফায় ডিনার করছিলেন ! এরপর পুনরায় নর্থ হলের ক্যাফেটেরিয়া তে ডিনার করতে গেলে কর্তব্যরত ব্যক্তি তাকে আটক করে ! পরে মামার কাছে খবর নিতে গেলে মামা বলেন ,”মামা প্রতিদিনই এইভাবে খায় . তাই আজকে আমি রেডি আছিলাম . এই মামা (ফারাবী) আইলেই তারে ধরমু ! আজকে আইসে আর ধইরা ফালাইসি!”

হল সুপারাইজার এর কাছে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন ,”এই বছর থেকেই রাতের বেলা আমাদের হল এ খাবার শর্ট পড়তে শুরু করে . আমরা অনেক চেষ্টা করেও কারণ খুঁজে পাচ্ছিলাম না ! আজকে এই ঘটনার আসল কারণ জানতে পারলাম !”

তাকে ফারাবীর শাস্তি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন , কমপক্ষে পাঁচ হাজার ডলার থেকে আট হাজার ডলার জরিমানা হবে !”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *