কুমিল্লা জেলার হোমনা থানায় আবারো মেয়ে কেলেঙ্কারি। এবার উঠে এলো নতুন এক যুবকের নাম। বয়স ১৭/১৮। ফরহাদ নামের এই যুবকের নামে এর আগে ও তিনটি মাদক মামলা রয়েছে। জামিন এ জেলের বাইরে থাকা অবস্থা তেই আবারো ধরা পড়লো মেয়ে কেলেঙ্কারি তে। গতকাল রাতে তার বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। বর্তমানে সে পুলিশি হেফাজতে আছে। হোমনা থানার অসি জানান, ” এই ছেলেটি খুব ই বড় ধান্দাবাজ। নেশা, আর মেয়ে নিয়ে ই পরে থাকে সারাদিন। নেশার প্রমান আমরা আগে পেলে ও মেয়ে কেলেঙ্কারির তেমন কোনো প্রমান আমাদের কাছে ছিলো না। কিন্তু গতকাল রাতে তার বাড়ি গিয়ে অনেক গুলো মেয়ের সাথে আপত্তি কর অবস্থায় পাওয়া গেছে তাকে। যথাযথ প্রমান সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে”
এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে ফরহাদের মতো কোটি কোটি কোমলমতি শিশুরা। দেশে কোরোনার আতংকের সাথে সাথে নতুন নতুন আতংক সৃষ্টি করছে এরা।