গতকাল রাত ৮ টা ৯ মিনিটে ব্রংকসে এই ঘটনা ঘটে। সিটি কলেজ BSA র সভাপতি কল্লোল মেয়েবাজ পরিচয় নিয়ে চলতে স্বাচ্ছন্দবোধ করেন। ২০ টির অধিক মেয়ে বদলানোর ইতিহাস তার। গতকাল দুপুরে বিএমসিসির কিছু আবেদনময়ী কিছু নারী তার সামনে দিয়ে হেটে গেলে কল্লোল তার দলবল নিয়ে তাদের উত্যক্ত করে৷ এরপর রাতে তাকে তার নিজ বাস ভবন থেকে আটক করা হয়৷