বয়স নিয়ে বাবা-মার সাথে ঝগড়া করলো আশুগঞ্জের তাসমি।দেখুন ভিডিও সহ

আজ সন্ধ্যায় বয়স ২৩নাকি ২৪ তা নিয়ে বাবা-মার সাথে তুমুল বিতর্ক করলো আশুগঞ্জের তাসমি।সন্ধ্যা ৭টায় হটাৎ সে বললো তার বয়স ২৩।কিন্তু তার বাবা তাকে বললো তার বয়স ২৪।কিন্তু এই বিষয়টি কোনমতে মেনে নেয়নি ২৩ বছরের এই তরুণি।এক পর্যায়ে তার বাবা তাকে খাতা কলম নিয়ে হিসাব দিতে লাগলো।তার মা তার বাবাকে সাপোর্ট দিতে থাকে।অবশেষে অনেক ঝগড়া করার পর তাসমি তার বড় বোন ও ছোত ভাইয়ের মাধ্যমে জানতে পারে তার বয়স ২৩ কিন্তু ২৪ চলছে।এই ঘটনায় কেউ মারা গেছে নাকি তার হদিস মেলেনি।কিন্তু আহত হয়েছে অর্ধশতাধিক
তাসমিকে পরবর্তীতে জিজ্ঞাসা করলে সে কোনো উত্তর দিতে রাজি হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *