অখ্যাত ঝিরঝির ওয়াটার কালার আর্টিস্ট আব্দুল্লাহ আল নোমান যিনি কিনা সস্ত্রীক চট্টগ্রাম থাকা সত্যেও একাধিক ঢাকাকেন্দ্রিক ব্যান্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সম্প্রতি মেসেঞ্জার স্টোরিতে বৌ’র বানানো পুডিং-এর ছবি দেখে লোভ সামলাতে না পেরে জ্যামিং সেশন ফাসিয়ে রেকর্ডিং ভুলে প্যাড থেকে সরাসরি চট্টগ্রামে পালিয়ে যান। এসময় তার পরনে ছিলো বৌ’র দেয়া শাদা পাঞ্জাবি, গলায় হালকা জরির কাজ।
গোপন সূত্রে জানা যায় যাওয়ার আগে তিনি ছোটভাইদের কাছে গ্লাভ্স ও মাস্ক খুঁজছিলেন এবং প্রচন্ড করোনাভীতি প্রকাশ করার পাশাপাশি বারবার বিচি চুলকাচ্ছিলেন ।
ছবিঃ নোমানের বৌ