অবশেষে ধরা পড়ে গেলেন উপমহাদেশের শ্রেষ্ঠ দেহ ব্যবসায়ী শাওয়াফিক আরমান(৬)!অনেক আগে থেকেই সবার চোখের অন্তরালে এ কাজ করে যাচ্ছিলেন তিনি।অবশেষে গতকাল মালতীনগরের এক চিপায় এক অজানা ছেলের সাথে তাকে মারা খাওয়া অবস্থায় হাতেনাতে ধরা হয়!!!এরপর তাকে জেলে নেওয়া হয়।ধরা পড়ার পর বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে আরমান!বিষয়টি নিয়ে এখনও তদন্ত অব্যাহত রয়েছে।