ঢাবির ফার্মেসি অনুষদের মেধাবী ছাত্রী শরমিন আহমেদ রাখির শেষ আল্টিমেটাম এ বেধে দেয়া সময় ১৪ ফেব্রুয়ারি পার হয়ে গেলেও বিয়ের পিরিতে বসতে না পারার আক্ষেপে ফের আবার ১ বছরের নতুন আল্টিমেটাম দিলেন তার নিকট আত্নীয় এবং বন্ধুদের।
গত ১৯ শে মার্চ,তার বিভাগের সামনে ডাকা সংবাদ সম্মেলনে রাখি পূনরায় নতুন আল্টিমেটাম এর তারিখ দেন ৩১ শে ডিসেম্ব, ২০২০। এর মাঝে যদি তার বিয়ে না হয় তাহলে সে ইতালিতে গিয়ে উচ্চ শিক্ষার পাশাপা, সারা জীবন কুমারী থাকার ও হুমকি দেন।
তার নিকট বন্ধু বান্ধুবী যেমন অংকুর, তাস্ফিয়া,লুবা এদেরকে এই আল্টিমেটাম নিয়ে খুব চিন্তিত আছেন,যদিও তারা এটাও নিশ্চিত করেছেন যে রাখি এই দিয়ে পাচ (৫) বার শেষ আল্টিমেটাম দিলো।
তবে তার নিকট বন্ধু মহল এবার আশাবাদী যে,মিস রাখি এবার মিসেস রাখি হয়েই যাবেন।