ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি ( আইইউটি) র প্রথম বর্ষের বিজনেস এন্ড টেকনোলজি ম্যানেজমেন্ট (বিটিএম) ডিপার্টমেন্ট এর ছাত্র মুকিত মাহদিন গত ১৬ ফেব্রুআরি সিডিএস এর পিছনে ঘুরার সময় হঠাৎ একটি বিড়ালের ছবি তুলতে যায়। এরপর ছবি তুলতে গিয়ে বিড়ালের আক্রমণের শিকার হয়। মাহদিনের পিছনে বসে ছবি তুলতে থাকা সিয়াম জানায় আহত মাহদিন এখন ঢামেকে অবস্থান করছে।