এ যেন রীতিমতো ভয়ংকর ব্যাপার | ক্যাম্পাস প্রতিনিধির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ২য় বর্ষের ডিজাইনের ১ম জুরি গত ১২ই মার্চ অনুষ্ঠিত হয় | এতে শিক্ষার্থী সুমায়রা মুনতাহা তার সহপাঠী ফারিহা রাফার অভাবনীয় সাফল্যে ঈর্ষান্বিত হয়ে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন | এ বিষয়ে কেউ কথা বলতে রাজি হন নি |