ফেরিঘাট এ যেয়ে মেয়ে দেখতো জায়েদ নামক এক ছেলে।গত ১৯ মার্চ বিকাল ৫টায় বারান্দায় দাঁড়িয়ে থাকা একটা সুন্দর মেয়েকে ইভটিজিং করতে দেখা যায়।পরবর্তীতে জানা যায় সে এই মেয়ের সাথে প্রতিদিন এএফসিসিএল হাউজিং কলোনি তে দেখা করতো।আরো জানা যায় সে এই মেয়ের জন্য হাত কেটেছে,যদিও এই ব্যাপারে সততা পাওয়া যায়নি।জায়েদ কে এই ব্যাপার এ বললে সে বিষয়টি এড়িয়ে যায়