উত্তরাতে একটা দোকানে ফুচকা খায় মুশফিক। খাওয়ার পর সে টিস্যু ব্যবহার না করে অপরিচিত একজন ভদ্রমহিলার ওড়না দিয়ে মুখ মোছেন। এতে মহিলাটি রাগ হয়ে তাকে ফুচকার প্লেট দিয়ে মাথায় আঘাত করেন। তখন ঐ দোকানে উপস্থিত সকল লোক মুশফিককে গণ ধোলাই দেয় এবং পুলিশের হাতে তুলে দেয়।