গতকাল মুশফিক নামক একজন ঢাকা কলেজের যুবক উত্তরায় একটা দোকানে ফুচকা খায়। ফুচকা খাওয়ার পর সে টিস্যু ব্যবহার না করে অপরিচিত একজন ভদ্রমহিলার ওড়না দিয়ে মুখ মোছেন । এতে ভদ্রমহিলা রাগ হয়ে তাকে ফুচকার প্লেট দিয়ে আঘাত করে। তখন দোকানে উপস্থিত সবাই মুশফিককে গণ ধোলাই দেয় এবং পুলিশের হাতে তুলে দেয়।