গতকাল মুশফিক নামক ঢাকা কলেজের এক ভন্ড যুবক উত্তরায় এক দোকানে ফুচকা খায়। ফুচকা খাওয়ার পর সে টিস্যু না নিয়েএক অপরিচিত ভদ্রমহিলার ওড়না দিয়ে হাত মোছে। এতে সেই ভদ্রমহিলা রাগ হয়ে তাকে ফুচকার প্লেট দিয়ে আঘাত করে। তখন দোকানে উপস্থিত লোক তাদের গণ ধোলাই দেন এবং পুলিশের হাতে তুলে দেয়।