প্রেমের ফাদে পড়ে ভালোবাসার নাম করে ধর্ষিত হলেন বগুড়া সরকারী আজিজুল হক কলেজ,বগুড়ার এক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাচুদ(৩)।গতকাল দুপুর ১ঃ৩০ মিনিটে এই ঘটনা ঘটে।তাকে তার ভন্ড প্রেমিক প্রেমের ফাদে ফেলে নিজ বাসায় ডাকলে সরল বিশ্বাসে সে তার প্রেমিকের বাসায় যায়।তবে শুরু থেকেই প্রেমিকের ঘরে প্রবেশ করতে অস্বীকৃতি জানালে,তার প্রেমিক তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বলে- “আয় মাগি!আসছিস যখন না খেলে যাবি কোথায়?” এরপর চলে নির্মম ধর্ষণ।ঘটনার পর ধর্ষিতা কতোয়ালি থানায় যায় এবং মামলা করে।এ ঘটনায় ধর্ষক এখনও পলাতক।