আমাদের বিশেষ প্রতিনিধি নাহিন গতকাল উত্তরায় হাটার সময় হটাৎ উদ্ভুত রকমের মাস্ক পরিহিত এক ব্যাক্তিকে দেখতে পান। কাছে যেতেই সে বুঝতে পারে এটি মাস্ক নয় বরং অন্য কিছু। তারপর সেই ছেলের নাম জিজ্ঞেস করতেই সে বলে উঠে যে সে উত্তরার নাঈম আর অতিরিক্ত খরচ বাচানোর জন্যই সে তার প্রেমিকার অন্তর্বাসকে মাস্ক হিসেবে ব্যবহার করছে ।