গত ১৮-০৩-২০ রোজ বুধবার জুনায়েদ আমিন নামক এক শীর্ষ নেতার বাড়ির আঙিনায় মাতাল দুই গুন্ডা মারামারিতে জড়ালে জুনায়েদ আমিন তাতে নিজে হস্তক্ষেপ করেন এবং মারামারি থামান। পরে গুন্ডারা দ্রুততার সহিত পালিয়ে গেলে শীর্ষ নেতা জুনায়েদ আমিন প্রতিবেশি কর্তৃক ব্যাপক মানহানির শিকার হন এবং পরবর্তী নির্বাচনে পিছিয়ে পড়েন।