গত বুধবার ১৮/০৩/২০২০ সকাল বেলা কলেজগেট এ পালিয়ে বিয়ে করতে গিয়ে ধরা পড়েছে টুঙ্গির ছেলে সুমন।
মঙ্গলবার রাতে নোয়াখালির মেয়ে নুসরাতকে নিয়ে পালান টুঙ্গির সুমন। পালানোর খবর জানার পর স্থানীয় থানায় মামলা করেন নুসরাতের পরিবার।মেয়েকে নিয়ে পালানোর অভিযোগে সুমনের বিরুদ্ধে অপহরণ ও মান হানির মামলা দায়ের করেন তার পরিবার।অভিযোগ দায়েরের সাথে সাথে তদন্ত শুরু করে পুলিশ।পরের দিন টুঙ্গির এক কাজী অফিস থেকে হাতেনাতে ধরা হয় অভিযুক্ত সুমন ও নুসরাতকে।
ঘটনাসূত্র থেকে জানা যায়, নোয়াখালীর মেয়ে নুসরাতও সুমন এর মধ্যে দীর্ঘ সময় যাবত পরিণয় চলছে স্যোশাল মিডিয়ার মাধ্যমে।নুসরাতের পরিবার থেকে বিয়ে ঠিক করা হলে এ পদক্ষেপ নিতে বাধ্য হয় তারা।
বাকি সংবাদ জানতেঃ চ্যানেল ৩৪
সুত্রঃ গুজব টিভি