অভাবের কারণে বেলপুরি খেতে পারছিলোনা নাখালপাড়ার কাজী মুহিদ। তখন তারই বন্ধু রনক এর কাছে টাকা দেখতে পেয়ে, সে তাকে অহেতুক মারধোর করে টাকা ছিনিয়ে নেয় এবং কমিউনিটি সেন্টার এর সামনে হতে ৪ প্লেট বেলপুরি এবং লিচুবাগান তাহের কাকার দোকান থিকে এক কাপ চা এবং ১ টি কেক খায়।