দুই বিশিষ্ট ড্রাগস ব্যাবসায়ী আটক

ড্রাগস-এর নেশায় বুঁদ যুবকেরা। ফলে রীতিমত অতিষ্ট এলাকাবাসী। অবশেষে এলাকাবাসীর হাতে ধরা পড়ল ৬ নেশাগ্রস্ত যুবক৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হলে সামনে উঠে আসে দুই ড্রাগস বিক্রেতারও নাম। ফলে তাদের ধরে নিয়ে আসে এলাকাবাসীরা।

আর তারপরই ওই ৬ নেশাগ্রস্ত যুবক সহ মাদক বিক্রেতাকে দড়িতে বেঁধে মারধর করতে শুরু করে তারা৷ পরে অবশ্য পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই আটজনকে৷ শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে চিটাগাং এর ষোলশহর এলাকায়৷

স্থানীয়দের অভিযোগ, ষোলশহর এলাকায় রয়েছে ঘন আমবাগান৷ প্রায় ২-৩ বছর ধরে ওই বাগানে বসছে ড্রাগস ও ব্রাউন সুগার সহ বিভিন্ন নেশার আসর৷ ভিন এলাকার যুবকদের বেড়েছে আনাগোনা। প্রতিদিনই সেখানে চলছে নেশার আসর৷ এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে৷ এলাকার মহিলারা দিনের আলোতেও বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছে৷ এলাকায় চুরি ও ছিনতাইয়ের মত ঘটনাও বেড়ে গিয়েছে৷ তাই বেশ কিছুদিন ধরেই এইসব নেশার কারবারিদের ধরার চেষ্টা করছিল গ্রামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *