গুজবকে বিশ্বাস করে আজ সকাল বেলা খালি পেটে থানকুনি পাতার সাথে লবণ মিশিয়ে খেল এই তরুণী আর তাতেই ঘটলো বিপত্তি। কোষ্টকাঠিন্যে ভূগছেন এখন সে। এই পর্যন্ত ১৭ বার তাকে দেখা গেছে ওয়াশ রুমে যেতে। সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি তার কষ্টের কথা জানান তিনি বলেন “এ যেন চেয়েও পারছি না ওহ্ কি যন্ত্রনা।” তিনি সকলকে গুজব থেকে বেঁচে থাকতে সাবধান করেছেন।