ঢাবির ফার্মেসি বিভাগের ৪৯ তম ব্যাচকে সবাই মেধাবি ব্যাচ হিসেবে জানলেও এই ব্যাচের শিক্ষার্থীরা এই ব্যাচকে চিনে গ্রুপিং এর ব্যাচ হিসেবে। অনেকেই বলেন এখানে টিকতে হলে হয় গ্রুপিং করতে হবে না হলে পচানি খেতে খতে মরতে হবে।ইতিমধ্যে এই ব্যাচটাতে কালচারাল পার্ট টাতে রাজ করে আসছে ব্যাচের শেখ হাসিনা খ্যাত মাস্টারমাইন্ড লুবা গ্রুপ।এই গ্রুপের পুরোটাই কন্ট্রোল করেন লিডার লুবা বিন্তে মাহবুব। এই গ্রুপ এর এই আগ্রাসী কার্যকলাপকে কেও ই স্বাভাবিক ভাবে নিতে পারছে না। যেমন পারছে না প্রতিপক্ষ সাদিয়া গ্রুপ এবং ফ্লোরা গ্রুপ।
সাদিয়া গ্রুপ এর মুখপাত্র জুনায়েদ বলেন, এই বিভাগে গনতন্ত্র নেই,জোড় যার মুল্লুক তার।অই দিকে ফ্লোরা গ্রুপের মুখপাত্র সাইফুল বলেন,প্রতিভা থাকা সত্ত্বেও লুবার তান্ডবে আমরা কালচারালে অংশগ্রহণ করতে পারছি না।
তাই এর দুই রাইবেল গ্রুপ সামনে বিশাল হরতাল ডাকবেন ঈদের পর। আর ফাদার অফ কোরাম মাহাবুবুল বলেন, আমি গ্রুপ সৃষ্টি করেছিলাম প্রতিযোগিতার জন্য কিন্তু এখন এই গ্রুপিং টা আমাকেই বাদ দিয়ে দিচ্ছে সব প্রোগ্রাম থেকে।
সবশেষ লুবা গ্রুপের মুখপাত্র রাখি বলেন,এ সব ই ভিত্তিহী, আমাদের লিডার লুবা মাহবুব ব্যাচের বৃহত্তর স্বার্থএই শিক্ষার্থীদের হয়ে কাজ করে একের পর এক বড় বড় পোগ্রাম নামাচ্ছেন,এটাতেই বাকি গ্রুপ গুলো একটি জেলাস,নাথিং এলস।