জানা যায় কুমিল্লা থেকে যুবকটি বিনা টিকিটে মহানগর এক্সপ্রেস ট্রেনে ভৈরব যাবাড় উদ্দেশ্যে উঠেন এবং হিজড়াদের টাকা ধান্দা করে ভেগে যান।পরে একদল হিজড়াদের নিকটে ধরা পরে মুমূর্ষু অবস্থাপ্রাপ্ত হোন।এ বিষয়ে জানতে চেলে তিনি এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান।
জানা যায় কুমিল্লা থেকে যুবকটি বিনা টিকিটে মহানগর এক্সপ্রেস ট্রেনে ভৈরব যাবাড় উদ্দেশ্যে উঠেন এবং হিজড়াদের টাকা ধান্দা করে ভেগে যান।পরে একদল হিজড়াদের নিকটে ধরা পরে মুমূর্ষু অবস্থাপ্রাপ্ত হোন।এ বিষয়ে জানতে চেলে তিনি এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান।