গোলগাল চেহারা আর বাকা চশমার মোটা এক বালক, বন্ধুমহলে পরিচিত ছিলেন “ছ্যাবলা সামি “হিসেবে। আজ সেই সামি mastermind er number 9! কি করে হলো এমন প্রত্যাবর্তন? শুনুন তার মুখেই -” আমি ছ্যাবলা সামি ছিলাম। এরপর একদিন আমার পরিচয় হল পলাশ ভাই এর সাথে। তার পর থেকে আমার মধ্যে এক অসামান্য পরিবর্তন অনুভব করি”।