গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গোপীবাগে DailyShopping.com নামের একটি দোকানে চাঁদাবাজি করতে গিয়ে আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সায়েক্স শাহরিয়ার নিরব ওরফে আয়রন টনি | আটকের সময় আসামির কাছে একটি বাইক, তিনটি রামদা, চাপাতি, ১০ রাউন্ড গুলিসহ বন্দুক পাওয়া যায় | তাকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে | এ ব্যাপারে বিডিনিউজ24 কথা বলতে চাইলে আসামী কথা বলেন নি |