নবীগঞ্জ এর কানাইপুর বাসিন্দা, ধীরেন্দ্র পাল এর ছেলে অন্তু পাল আজ বিকাল সাড়ে পাচ ঘটিকায় মোবাইল নিয়ে রাস্তায় হাটতে হাটতে একটি রিকশার পেছনে ধাক্কা খেয়ে “ধুর সাউয়া” বলে চেচিয়ে ওঠেন। এই ঘটিনায় তিনি মেজাজ খারাপের চোদনে সাথে সাথে ঘটনাস্থল থেকে অন্যত্র চলে গেলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি এখন সুস্থ আছেন।