আজ সকালে মাদারীপুরে ঘটে গেলো এক অমানবিক ঘটনা। দেশের বুদ্ধিজীবীদের ধারণা, এবছরের সবচেয়ে লজ্জাজনক ঘটনা এটি।
এই অমানবিক ঘটনা ঘটেছে মাদারীপুরের দুই মামা ভাগিনার সাথে। বেতন দিতে দেরি করাকে কেন্দ্র করে একসাথে সবুজ ও মিলনকে শাসন করেছে মেসের বুয়া।
গোপন সূত্রে জানা যায়, আজ মাসের ২০ তারিখ হয়ে গেলেও বুয়ার গতো মাসের পারিশ্রমিক দেয়নি? সবুজ ও মিলন। প্রতিদিন তাদের কাছে বেতন চেয়ে তাগাদা দিতে দিতে আজ বুয়ার ধৈর্য্যের বাঁধ ভেঙে যায়। আজ সকালে সে রুমের দরজা জানালা বন্ধ করে ঝাঁপিয়ে পরে ঘুমন্ত সবুক ও মিলনের উপর। প্রথমেই ওদের হাত-পা বিছানার সাথে বেঁধে নেয় সে। তারপর মনের খুশিতে তাদের শাস্তি দেয়।
কাতর কণ্ঠে মিলন ও সবুজ বুয়ার কাছে বারবার অনুনয় বিনয় করেও মাফ পায়নি। বুয়ার বুকে দয়া মায়া কিছুই জন্মায়নি। সে তার চাহিদা মতো শাস্তি দিয়েছে। এসময় সবুজ ‘আহ্’ বোধক একটি শব্দ বারবার উচ্চারন করেছিলো বলে জানা গেছে। তবে শাস্তি দেয়ার শেষে বুয়া মিলনের উপর বেশ বিরক্ত হয়। মিলনের কলকাতা হারবালের সেবা গ্রহন করা উচিৎ বলে মনে করেন সেই বুয়া।