বিগত কিছু দিন ধরেই মরণব্যধী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের ভিবিন্ন দেশের প্রাণ গেছে লাখের অধিক মানুষের। করোনাভাইরাস নিয়ে দুষচিন্তা না করে যতাযত ব্যবস্থা রাখার অনুরুদ জানান ছাত্রলীগ নেতা অলিদ রহমান ছানি।
তিনি আরো জানান কারোর করোনাভাইরাস সন্দেহ হলে থাতক্ষনীক চিকিৎসকের পরামর্শ নিতে বলেন। সব সময় পরিষ্কার-পরিচ্চন্ন সহ মুখের মাক্স ব্যবহার এবং ময়লা থেকে দূরে থাকার অনুরুদ জানান। তিনি বলেন আল্লাহ আমাদের রোগ বালাই দেন এবং তা থেকে আল্লাহই আমাদের রক্ষা করেন, তাই সবাই মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাওয়া ধরকার বলেও তিনি বলেন।