টানা ৫ দিন ধরে প্রবল বৃষ্টি থাকায় কোথাও সূর্যের দেখা পাওয়া না যাওয়ায় এলাকাবাসী ভেজা জমা কাপড় শুকাতে পারে না। এই সময় ১৯৭১ সালে বেঁচে যাওয়া জমসেদ নামক এক বুদ্ধিজীবী অভিনব কায়দায় জমা কাপড় সুকায়। আমাদের নিজস্ব প্রতিবেদক জানায় জমসেদ একদিন প্রায় সাড়ে তিনশো উন্ডার ওয়ার শুকিয়ে গ্রাম বাসির এক মহান উপকার করে।