১লা এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা। করোনাভাইরাস মহামারী আকার ধারন করায় শিক্ষা মন্ত্রী ড. দিপু মনি পরীক্ষা তাড়াতাড়ি শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আগের রুটিনটি পরিবর্তন করে নতুন রুটিন তৈরি করেছেন যেখান থেকে জানা যায় যে ১দিনে ২ টি করে পরীক্ষা নেওয়া হবে।এটি সকল শিক্ষার্থীদের বিপক্ষে খুবি কঠোর সিদ্ধান্ত হয়ে গেলেও শিক্ষা মন্ত্রী ড.দিপু মনি জানান-“তিনি চান করোনাভাইরাস আরো মহামারী আকার ধারন করার আগেই যেন সুষ্ট রুপে পরীক্ষা শেষ হয়ে যায়” তাই তিনি এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
আরে ভাই ভয় পাওয়ার কিছু নাই। ফেসবুক না গুতায় পরতে বসো কারণ এহা প্রেংক ছিলো