গাজীপুরের টঙ্গী এলাকার এক ত্রাসের নাম হৃদয় ওরফে চোট্টা হৃদয়। আজ টঙ্গীর হোসেন মার্কেট সংলগ্ন নিজ এলাকা থেকে দুইটি নাইন এমএম বিদেশি গান ,ম্যাগাজিন ও 1000 পিস ইয়াবা সহ ডিবি তাকে গ্রেফতার করে। উল্লেখ্য, তার নামে টঙ্গী পশ্চিম থানায় অস্ত্র-মাদক ও নারী নির্যাতনের একাধিক মামলা রয়েছে। হৃদয়ের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ায় এলাকাবাসী মিষ্টি বিতরণ শুরু করে।