ফেনি জেলার অন্যতম হিজলা ইমরুজ ।
জন্মের পর যখন তার বাবা মা যান্তে পারে যে তাদের সন্তান ইমরুজ হিজলা। যার ফলে বাবা মার অবহেলায় বড় হয় ইমরুজ। যদি ইমরুজ হিজলা কিন্তু তার স্পন হলো ইঞ্জিনিয়ার হওয়া। কিন্তু হায়!। বর্তমান বাংলাদেশে এই আবস্থায় হিজলা দের সমাজে কোন সম্মান দেয়া হয় না যার ফলে ইমরুজের ভবিষ্যৎ বাধা হয়ে দাঁড়িয়েছে সমাজ। আজ ইমরুজের মনে প্রশ্ন জাগে তার কি স্পন সত্য হবেনা!!?? সমাজ কি তাকে উপযুক্ত সম্মান দিবে না!!?
চলুন আজকে থেকে আমরা শপথ নিই ইমরুজ এর মতো অবহেলার মানুষের পাশে দাঁড়িবো। তাদের উপযুক্ত সম্মানের জন্য সংগ্রাম করবো
#Respect Emrose Bhuiyan