অবশেষে ব্লাক ডায়মন্ড উপাধিতে ভূষিত হলো খুলনার কালা কাইউম।

দীর্ঘ তেরো বছর ধরে বাংলাদেশের শ্রেষ্ঠ কালো কয়লা ন্যায় গায়ের রং নিয়ে বিভিন্ন মেয়ের বাসার সামনে কিংবা স্কুলের সামনে শীষ দিয়ে ঘুরে বেরানো কালা কাইউম অবশেষে আজ আনুষ্ঠানিক ভাবে ব্লাক ডায়মন্ড উপাধিতে ভূষিত হয়েছেন। এ খবরে ইষ্টলেনে বেপক খুশির বন্যা বয়ে যাচ্ছে সেখানকার বাসিন্দারা নয়নকে তাদের অত্র এলাকার গর্ব বলে ঘোষনা দিয়ে দুই দিন ব্যাপি উৎসব অনুষ্ঠানের আয়োজন করেছে। এ বিষয় অবশ্য কাইউমকে ফোনের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলে তার ভাই আফফান ওরফে কালা পান্ডা ফোন ধরে বলেন কাইউম আবেগাপ্লুত হয়ে জ্ঞান হারিয়েছে তার মাথায় পানি তেল ঢেলে তার জ্ঞান ফিরানোর চেষ্টা চলছে। কাইউমের বন্ধু আজমাইন ইক্তেদারকে ফোন দিয়ে জানতে চাওয়া হলে সে ওয়াকান্দা ফরেভার বলতে বলতে ফোন কেটে দেন। পরবর্তীতে তার অন্য একজন বন্ধু ফাতিনকে ফোন দিয়ে খবরটা জানানো হলে সে অতিরিক্ত আনন্দে ওহ ইয়ে ওহ ইয়ে বলে লাফাতে শুরু করে যার ফলে তার কোমরে আবার ব্যাথা শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *